বরগুনার বেতাগীতে বিভিন্ন আয়োজনে জাতির পিতার সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত। ৮ই আগস্ট ২০২৩ ( মঙ্গলবার ) সকলা ৯ ঘটিকায় তার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বেতাগী উপজেলা আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠন, উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সকাল ১০ ঘটিকায় বেতাগী উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা, সেলাই মেশিন বিতরণ ও শিশুদের চিএ অংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস- চেয়ারম্যান মোসা মাহমুদ খানম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব ফারুক আহমেদ, উপজেলা ভূমি বিষয়ক কর্মকতা বিপুল সরকার, মুক্তিযোদ্ধাকালীন সেক্টর কমান্ডার আবদুল মোতালেব সিকদার, বীর মুক্তিযোদ্ধা ফারুক সিকদার, উপজেলা প্রকৌশলী রাইসুল ইসলাম, বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা সুলতানা, বেতাগী প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মজনু, সাধারন সম্পাদক মহসিন খান, যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম হোসেন, দি কান্ট্রি টুডে র উপজেলা প্রতিনিধি মো: আরিফুর রহমান সুজন প্রমুখ।
আলোচনা সভা শেষে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেয়া ছয়জনকে সেলাই মেশিন এবং চিএঅংকন ও রচন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।