মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে কৃষি জমিতে সেচ দিতে গিয়ে যুবক ফিরলো লাশ হয়ে আকাশ: কবি মাহফুজ রকি মির্জাগঞ্জে প্রাইমারি ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত শান্তা মনি দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান উপজেলা নির্বাচন: হরিরামপুরে জনপ্রিয়তার শীর্ষে দেওয়ান সাইদুর মির্জাগঞ্জে পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে মানববন্ধন যে কোন দুর্যোগে পুলিশ জীবন বাজি রেখে সেবা প্রদান করছে : ডিএমপি কমিশনার নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি যে কোন মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে : সিইসি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০২৩ সালের মানবাধিকার প্রতিবেদন ঢাকার প্রত্যাখ্যান

বেতাগী-কচৃয়া পয়েন্টে বিষখালী নদীর ওপড় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত সেতু নির্মাণের দাবি

আরিফুর রহমান সুজন:
  • আপলোডের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৫৮২৩ বার পঠিত

বরগুনা জেলার নবাগত জেলা প্রশাসকের বেতাগীতে উপজেলা পর্যায়ে মতবিনিময়কালে এখানকার উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কৃষক, শ্রমিক, জেলে, এনজিও কর্মি সহ বিভিন্ন পেশার মানুষের দীর্ঘ দিনের প্রাণের এ দাবি দ্রুত বাস্তবায়নে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

বুধবার দুপুরে নবাগত জেলা প্রশাসকের শুভাগমন উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান। এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়ালিদ, সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার, বীর মুক্তিযোদ্ধা বীরমুক্তি যোদ্ধা মোতালেব সিকদার, বেতাগী থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক হাদীসুর রহমান পান্না, ইউপি চেয়রম্যান নওয়াব হোসেন নয়ন, উপজেলা প্রকৌশলী রইসুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো: ইছা, উপজেলা মৎস্য অফিসার সমাত্বি সাহা, উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান খান, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, উপজেলা এনজিও সন্বয় পরিষদের সভাপতি রফিকুল ইসলাম, সাংবাদিক লায়ন শামীম সিকদার, উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লিটন সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ছোট একটি শিশুর চিঠির জবাবে প্রধানমন্ত্রী পায়রা নদীর ওপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি বাস্তবায়নের পর এখানকার মানুষ নতুন স্বপ্নের আশায় বীজ বুনেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় বেতাগীতে সফর কালে এই সেতু নির্মাণের প্রতিশ্রæত দিয়ে ছিলেন। তাই বেতাগী-কচৃয়া পয়েন্টে বিষখালী নদীর ওপড় সেতটিু নির্মাণ এখন দক্ষিণা উপকূলের সময়ের দাবিতে পরিণত হয়েছে। সেতটিু নির্মাণ করা হলে দীর্ঘ দুই যুগেরও বেশি সময়ের মানুষের দাবির বাস্তবায়ন এবং লেবুখালী শেখ হাসিনা ক্যান্টনমেন্ট, দক্ষিণাঞ্চলের জেলা ও বন্দর সমূহের যোগাযাগে ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধিত ও নতুন দিগন্ত উম্মোচিত হবে। মানুষের কষ্ট লাঘবের পাশাপাশি ব্যবসা-বানিজ্যের প্রসার ও যোগাযোগ যোগ ব্যবস্থায় অনেকদুর এ গিয়ে যাবে।

এ সময় বরগুনা জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম বলেন, ডিজিটাল বাংলাদেশের পর আমরা এখন স্মাট বাংলাদেশের দিকে এগুচ্ছি। সারা দেশের ন্যায় বরগুনা তথা বেতাগীকে যদি আমরা স্মাট উপজেলা হিসেবে এগিয়ে নিতে চাই। সে জন্য সব বিষয় গুরুত্ব দিতে হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..