কৌশিক আহম্মেদ সোহাগ (মিরপুর, ঢাকা):
রাজধানীর মিরপুরে একটি প্রভাবশালী মহলের চাঁদা দাবিকে কেন্দ্র করে মিরপুরের সহস্রাধিক লেগুনা পরিবহন বন্ধ থাকার প্রতিবাদে এবং পুনরায় লেগুনা পরিবহন সড়কে চলাচলের দাবির প্রেক্ষিতে মিরপুরের লেগুনাচালক শ্রমিকদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০) আগস্ট বিকেলে মিরপুরের কয়েক শতাধিক লেগুনা চালক শ্রমিকেরা মিরপুরের হযরত শাহ আলী মাজার শরীফের সামনে একত্রিত হয়ে চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে নানা স্লোগান দিতে দিতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় তারা দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ ইসলামের নাম উল্লেখ করে লেগুনা বন্ধ কেন জবাব চাই জবাব চাই। লেগুনা পরিবহন বন্ধ কেন ইসলাম মিয়া জবাব চাই। চাঁদাবাজি চেষ্টা করলে পিঠের চামড়া থাকবে না উল্লেখ করে স্লোগান দিতে দিতে মিরপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাজার শরীফের সামনে এসে তাদের বিক্ষোভ মিছিল শেষ করেন।
এ সময় নাম প্রকাশ্যে অনিচ্ছু এক লেগুনাচালক বলেন, সকল লেগুনা পরিবহনের এক একটি গাড়ি প্রতি এক একটি গাড়ি প্রতি স্থানীয় দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ ইসলাম সর্বনিম্ন ৩০০ টাকা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হয় গত একমাস যাবত মিরপুরের সড়কগুলিতে চলাচলকারী সকল লেগুনা পরিবহন বন্ধ রয়েছে। লেগুনা পরিবহন সড়কে বের করে মাজার রোডসহ বিভিন্ন এলাকায় গেলেই প্রভাবশালী মোহাম্মদ ইসলামের লোকজন যাত্রীদেরকে নামিয়ে দিয়ে চালক শ্রমিকদের বেধড়ক মারপিট সহ বিভিন্ন হুমকি ধামকি প্রদান করেন। ফলে আমরা লেগুনা পরিবহন বন্ধ রাখতে বাধ্য হয়েছি।
এ সময় নাম অনিচ্ছুক অপর এক লেগুনার হেলপার বলেন, দীর্ঘদিন গাড়ি বন্ধ থাকায় আমরা কর্মহীন হয়ে পড়েছি। বাবা না থাকায় আমি আমার পরিবারের একমাত্র উপার্জন ক্ষমা ব্যক্তি। কর্মহীন হয়ে যাওয়ার কারণে মা ভাই বোন নিয়ে অনাহারে পর্দাহারে দিনপাত করছি।
পরিশেষে তাদের একটি দাবি পুনরায় আগে যেভাবে সড়ক গুলিতে লেগুনা লেগুনা পরিবহন চলছিল সেভাবেই লেগুনা পরিবহন চলার ইতিবাচক পরিবেশ রক্ষা করতে হবে। রাস্তায় পরিবহন চললে কোন চাঁদাবাজি করা যাবে না।এ সময় তারা আরো দাবী করেন স্থানীয় প্রশাসন একটু সুদৃষ্টি দিলেই এবং পুনরায় লেগুনা পরিবহন গুলি সড়কে চলাচল শুরু হলে এলাকার জনদুর্ভোগ দূরীকরণ সহ পরিবার পরিজন নিয়ে অন্তত ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবেন সহজ স্বাধিক লেগুনা পরিবহনের চালক শ্রমিকেরা।
এলাকাবাসী দাবি, চাঁদাবাজি কি ঘিরে লেগুনা পরিবহন বন্ধ থাকায় গোটা মিরপুরে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের প্রভাবশালী সাবেক সভাপতি গ্রুপ চালক লেগুনা চালক মালিক শ্রমিকদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না এলাকাবাসী। তবে সহজসাধিক লেগুনা পরিবহনের চালক শ্রমিকদের পরিবারের কথা চিন্তা করে এবং এলাকার জনদুর্ভোগ লাঘবে পুনরায় সড়কে লেগুনা পরিবহন চলাচলের ইতিবাচক পরিস্থিতি তৈরি করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।