পটুয়াখালীর মির্জাগঞ্জে মধ্য আমরাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন শান্তা মনি।
তিনি দক্ষিণ আমড়াগাছিয়ার জনাব মোঃ নাসির উদ্দিন এর সহধর্মিনী। স্বতঃস্ফূর্তভাবে ভোটারদের অংশগ্রহণে সুষ্ঠু, সুন্দর, স্বচ্ছ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।
২৮শে এপ্রিল রোজ রবিবার মধ্য আমরাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে সকাল ১০ টা থেকে দুপুর ১ পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী ওই বিদ্যালয়ের সংশ্লিষ্ট ১১ জন ভোটার প্রত্যক্ষ ভোট প্রদান করেন, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জনাব মোঃ শহীদুল ইসলাম এবং সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম লায়েচ, নির্ধারিত ভোট প্রদানের সময় শেষে সংশ্লিষ্ট সকলের সম্মুখে চলে ভোট গণনা, গণনা শেষে প্রিজাইডিং অফিসার জনাব মোঃ শহীদুল ইসলাম ফলাফল ঘোষণা করেন, এতে দেয়াল ঘড়ির প্রতীক নিয়ে শান্তা মনি সর্বোচ্চ ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়।
৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছাতা প্রতীকের জনাব মোঃ সিরাজ উদ্দিন, এবং তৃতীয় স্থানে থাকে আম প্রতীকের কাজল রেখা।
এ সময় উপস্থিত ছিলেন, অত্র স্কুলের প্রধান শিক্ষক জনাব মোশাররফ হোসেন, মির্জাগঞ্জ উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো.শাহ আলম বিশ্বাস, শিক্ষক প্রতিনিধি জনাব আ:ছালাম সিকদার, মির্জাগঞ্জ উপজেলা প্রধান শিক্ষক সমিতির সহ সভাপতি জনাব মো.শওকাত ইসলাম , জনাব মোঃ ছগীর হোসেন প্রধান শিক্ষক শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় স্থানীয় ইউপি সদস্য জনাব সোহরাব হোসেন এবং আইনশৃঙ্খলায় নিয়োজিত ছিল মির্জাগঞ্জ থানার এ,এস,আই লিটন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স।
নবনির্বাচিত সভাপতি সান্তা মনি বলেন, সকলকে নিয়ে অত্র বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের কাজ করে যাব।