জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওরে বোরো ধান কর্তন করার সময় কৃষকদের মাঝে শরবত ও ঠান্ডা পানি বিতরণ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার একদল শিক্ষার্থী।
৩০এপ্রিল (মঙ্গলবার) বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উক্ত কর্মসূচি পালিত হয়।
শিক্ষার্থীরা বলেন, তীব্র তাপদাহে সারাদেশের সকল মানুষের হাঁসফাঁস অবস্থা। কিন্তু কৃষকরা দেশের মানুষের মুখে অন্য যোগাতে গরমের তীব্রতার সাথে লড়াই করে সোনালী ফসল উত্তোলন করছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকগন আমাদের দেশের সম্পদ, তাই তাদের যথাযথ কদর করতে হবে।
এছাড়াও শিক্ষার্থীরা দেশের সকল রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনকে কৃষকদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ত্বোয়াসিন বিন মুজিব, সহ-সভাপতি আহমদুল্লাহ বিন ফরিদ, সাধারণ সম্পাদক তানভীর আহমদ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, প্রশিক্ষণ সম্পাদক খাইরুল ইসলাম, দাওয়া সম্পাদক তাকরিম আহমদ, অর্থ ও কল্যাণ সম্পাদক এনায়েতুল্লাহ, স্কুল ও কলেজ সম্পাদক হাফিজুল ইসলাম হামীম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাব্বির আহমদ প্রমুখ।