শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
যে কোন দুর্যোগে পুলিশ জীবন বাজি রেখে সেবা প্রদান করছে : ডিএমপি কমিশনার নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি যে কোন মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে : সিইসি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০২৩ সালের মানবাধিকার প্রতিবেদন ঢাকার প্রত্যাখ্যান বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ তাড়াইলে দুই জুয়ারী গ্রেফতার তাড়াইলে সারসহ উফশী ও আউশ ধান পাচ্ছে ৭৫০ জন কৃষক মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের উপজেলা নির্বাচনে কোন অনিয়ম সহ্য করা হবে না : চট্টগ্রামে ইসি আনিছুর

ফ্রিল্যান্সারদের স্বাচ্ছন্দ্যময় ব্যাংকিং সেবা প্রদানে ব্র্যাক ব্যাংক ও বিএফডিএস এর চুক্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৬০৫৫ বার পঠিত

দেশের ফ্রিল্যান্সারদের সহজ ও স্বাচ্ছন্দ্যময় ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক এবং বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) পার্টনারশিপ চুক্তি করেছে।

এই সমঝোতা স্মারক চুক্তিটি সম্ভাবনাময় ফ্রিল্যান্সিং খাতের প্রতি দু’টি প্রতিষ্ঠানের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন বহন করে। বিএফডিএস ফ্রিল্যান্সিং খাতের পেশাজীবীদের কাজ ও ব্যবসায়িক উদ্যোগের প্রসারে কাজ করে থাকে।

বাংলাদেশের প্রথম ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ‘ব্র্যাক ব্যাংক ফ্রিল্যান্সার ম্যাট্রিক্স অ্যাকাউন্ট’ চালুর এক সপ্তাহের মধ্যেই এই চুক্তিটি স্বাক্ষরিত হলো। সহজ ব্যাংকিং সলিউশনের মাধ্যমে উদীয়মান এ খাতের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করার লক্ষ্য নিয়ে ব্র্যাক ব্যাংক এ ব্যাংকিং সুবিধা চালু করে।

৭ ডিসেম্বর, ২০২১ ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফডিএস এর চেয়ারম্যান ড. তানজিবা রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান জসিম উদ্দীন জয় এবং সেক্রেটারি জেনারেল মাহফুজুর রহমান এবং ব্র্যাক ব্যাংক এর হেড অব রিটেইল ব্যাংকিং মো: মাহীয়ুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন। ব্র্যাক ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেলিম আর. এফ. হোসেন, হেড অব ডিপোজিটস এন্ড এনএফবি সারাহ আনাম, উভয় প্রতিষ্ঠানে কর্মকর্তাবৃন্দ এবং ডিজিটাল পেমেন্টে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান – ভিসা – এর কর্মকতার্রা এ অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেলিম আর. এফ. হোসেন বিএফডিএস এর সদস্যদের নিকট প্রথম ব্যাচের ফ্রিল্যান্সার ম্যাট্রিক্স ভিসা ডেবিট কার্ড হস্তান্তর করেন।

এই পার্টনারশিপ সম্পর্কে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “ফ্রিল্যান্সারদের প্রতিভা ও এ খাতের ভবিষ্যত সম্ভাবনায় আমাদের আস্থা আছে। তাই বিএফডিএস এর সাথে আমরা পার্টনারশিপ করেছি, যাতে ফ্রিল্যান্সিং খাতের পেশাজীবীরা নিজেদের পেশায় সফল হতে পারেন এবং তাদের ব্যবসায়িক উদ্যোগকে সামনে এগিয়ে নিতে পারেন।”

তিনি আরও বলেন, “পার্টনারশিপটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা বাংলাদেশকে বিশ্বের ফ্রিল্যান্সিং খাতের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে এবং এ খাতের বৈদেশিক আয় বাড়াতে ব্র্যাক ব্যাংক সক্রিয় ভূমিকা রাখতে চায়। ফ্রিল্যান্সারদের ক্রমপরিবর্তনশীল ব্যাংকিং চাহিদা পূরণে আমরা সবসময় নতুন নতুন প্রচেষ্টা অব্যাহত রাখবো।’’

এ আগে ৩০ নভেম্বর, ২০২১ ইআরকিউ অ্যাকাউন্ট সলিউশন – ‘ব্র্যাক ব্যাংক ফ্রিল্যান্সার ম্যাট্রিক্স অ্যাকাউন্ট’ – চালু করা হয়। এ ফলে ফ্রিল্যান্সার পেশাজীবীদের বৈদেশিক মুদ্রায় আয় গ্রহণ ও দৈনন্দিন ব্যাংকিং লেনদেন সম্পন্ন করা অনেক সহজ হয়েছে।

এই বিশেষ অ্যাকাউন্ট চালুর উদ্যোগটি দেশের ৬.৫০ লাখের বেশি ফ্রিল্যান্সার পেশাজীবীর জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে। এর ফলে তারা ঝামেলাবিহীন ব্যাংকিং অভিজ্ঞতা পাবেন। ‘ব্র্যাক ব্যাংক ফ্রিল্যান্সার ম্যাট্রিক্স অ্যাকাউন্ট’ এর সাথে তারা ইন্টারন্যাশনাল ভিসা ডেবিট কার্ড পাবেন, যার মাধ্যমে মার্কিন ডলারে বৈদেশিক আয় গ্রহণ করতে পারবেন। এর সাথে লিংকড ট্রানজেকশনাল অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ সহজে বাংলাদেশি টাকায় কনভার্ট করতে পারবেন।

ব্যবসায়িক কাজ যেমন, ক্লাউড বেইজড সলিউশন্স, ডোমেইন হোস্টিং ইত্যাদির জন্য দেশের বাইরে ই-কমার্স, পিওএস ও এটিএম ট্রানজেকশন করতে পারবেন। এই অ্যাকাউন্টের সাথে আছে বিশেষ ভিসা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড পাবার সুবিধা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..