আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন কিশোরগঞ্জ সদরে ছাত্র-জনতার ওপর হামলা, হামলা, ভাংচুর ও লুটপাটের দায়ের করা মামলার এক মাস পর তাড়াইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ভুঁইয়া মোতাহার ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, গত সেপ্টেম্বর মাসের ৯ তারিখে এডভোকেট সুজন নামের এক ব্যক্তি সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৩। ইহাতে তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ভুঁইয়া মোতাহার ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকিকেও আসামী করা হয়। এজাহারভুক্ত এই দুই আসামীকে ১ অক্টোবর (মঙ্গলবার) দিবাগত রাত ২টা ৩০ ঘটিকায় পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করেছে।
তাড়াইল থানার ওসি মোহাম্মাদ সোহেল জানান, গ্রেফতারকৃতদের বুধবার সকালে জেলা আদালতে পাঠানো হয়েছে।