মোঃ শাকিল আহমেদ, বামনা( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এ প্রতিপাদ্যে; আজ ০৫ অক্টোবর শনিবার বেলা ১১ ঘটিকায় বরগুনার বামনা উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে একটি বর্নাঢ্য র্যালি বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হল রুমে মিলিত হয়।
এসময় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বামনা সরকারী ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ প্রফেসার মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা সদর আর রশিদ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাঃ মোঃ ইউনুস আলী, এবং বামনা সদর আর রশিদ ফাযিল মাদ্রাসা শিক্ষক মোঃ জাকির হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন মোঃ জিয়াউল হক মিলন মাধ্যমিক শিক্ষা অফিসার বামনা, এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা মোঃ আবুল কালাম আজাদ উপাধ্যক্ষ সদর আর রশিদ ফাযিল মাদ্রাসা, ড: আরিফ হোসন প্রভাষক সরকারি বামনা ডিগ্রি কলেজ, মোঃ মফিদুল ইসলাম সুপারেন্ট লক্ষিপুড়া মাদ্রাসা, অঞ্জন কুমার চ্যাটার্জি প্রধান শিক্ষক বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মোঃ কামাল তালুকদার প্রধান শিক্ষক, মোঃ হাফিজুর রহমান সাধারণ সম্পাদক মাধ্যমিক শিক্ষক সমিতি, এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এবং বামনার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এই ক্যাটাগরীর আরো খবর..