সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশবাড়ী প্রেসক্লাবের নির্বাচিতদের শপথ গ্রহন অনুষ্ঠিত বন্দরে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে দুই বিএনপি নেতার দ্বন্দ্ব বামনায় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বরগুনার বামনায় পুষ্টি নিরাপত্তায় মডেল বাগান প্রকল্প ৭৮ জন কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ মুরাদনগরে পাওনা টাকা চাওয়ায় হামলা, ঘরবাড়ি ভাঙচুর মুরাদনগরে আন্দোলনে শহীদ সাব্বিরের পরিবারকে ঘড় নিমার্ণ করে দিলেন কায়কোবাদ মুরাদনগরে জাতীয় সমবায় দিবস পালিত পলাশবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক হামিদুল হক মন্ডলের জন্মবার্ষিকী উদযাপন পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে সাংবাদিক রবিউল ইসলামের জন্মদিন পালিত গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস পালন

মুরাদনগরে শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার ও শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন

মোঃ রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৫৭৫৫ বার পঠিত

মোঃ রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
বিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং মামলার বাদী সহকারী প্রধান শিক্ষকের পদত্যাগ দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-ছাত্রী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা। মঙ্গলবার সকাল ১০টায় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আকুবপুর ইয়াকুব আলী ভূইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক শিখা রানী রায় নিয়োগের পর থেকেই বিদ্যালয়ে বিভিন্ন অনিয়মের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছেন। কয়েকজন ছাত্রকে চুল কেটে অপমান করে স্কুল থেকে বের করে দিয়েছেন। এই মামলাবাজ শিক্ষক বিদ্যালয়ের ৬জন শিক্ষার্থী, সাবেক সভাপতিসহ কমিটির ৫জন সদস্য এবং ৭জন অভিভাবকের বিরুদ্ধে মামলা করে হয়রানি করছেন। এছাড়াও তিনি বিদ্যালয়ের প্রায় ৪লক্ষ টাকা আত্মসাত করেছেন। এতোকিছুর পরেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কয়েকদিন আগে বিভিন্ন বিষয় নিয়ে মিথ্যাচার করে একটি ভিডিও পোস্ট করেছেন। আমরা এই ভিডিওর মাধ্যমে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি বিদ্যালয়ে এলে শিক্ষার্থীরা ক্লাস না করে বের হয়ে যায়। সকলেই শিখা রানীর পদত্যাগ চায়। তাকে কেউ বিদ্যালয়ে চায় না। এই বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হলে তাকে অব্যাহতি দিতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য ছালাউদ্দিন খান, প্রাক্তন ছাত্র শংকর চন্দ্র পাল, সুধীর চন্দ্র বনিক, বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণ পদ চক্রবর্তী, আবদুল ছাত্তার, নাছির উদ্দিন নয়ন। বক্তব্যে সকলে সহকারী প্রধান শিক্ষক শিখা রানী রায়ের অনতিবিলম্বে পদত্যাগ দাবি করেন।

এসময় বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক এবং এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহন করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..