ভোলা জেলার সদর উপজেলার ১২টি ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে নৌকা প্রতিকের মনোনীত চেয়ারম্যান পদের প্রার্থীরা, আলীনগর ইউনিয়ন থেকে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী বশির আহমেদ, শিবপুর ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ জসিম উদ্দিন, বাপ্তায় ইয়ানুর রহমান বিপ্লব মোল্লাহ, ধনিয়ায় এমদাদ হোসেন কবির, ভেলুমিয়ায় আব্দুস সালাম মাস্টার, পূর্ব ইলিশায় সরোয়ারদি মাস্টার চরসামাইয়ায় মহিদ্দিন মাতব্বর, পশ্চিম ইলিশায় জহিরুল ইসলাম, দক্ষিন দিঘলদী ইফতারুল হাসান স্বপন, উত্তর দিঘলদীতে লিয়াকত হোসেন মনসুর, মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন তারা। ভোলা সদরের ১২ ইউপিতে চেয়ারম্যান পদে ৬৬, সংরক্ষিত সদস্য পদে ১৬৭ ও সাধারণ সদস্য পদে ৫৯৯ জনের মনোনয়ন দাখিল করেন। উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমানের কাছে মনোনয়ন পত্র জমা দেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান। তিন বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে হবে এটা আপনিরা নিশ্চিত থাকেন। নির্বাচনে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারবে। কেউ নির্বাচনি আচরণবিধ লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ মনোনয়নপত্র জমা দিয়ে চেয়ারম্যান প্রার্থীরা বলেন,জনগন আমাদের কে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে আমরা প্রতিটি ইউনিয়নকে একটি আধুনিক ও মাদকমুক্ত সমাজ গড়বো এবং আ’লীগকে দূর্গ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।