মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন

রাজশাহীতে সড়কে প্রাণ গেল ৩জনের

রাজশাহী প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৬১২০ বার পঠিত

রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিন জন প্রাণ হারিয়।

শনিবার রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলিগঞ্জ ও গোদাগাড়ী উপজেলা বিজয় নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান শনিবার রাত সাড়ে দশটার দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন ইব্রাহিম ও তার বাবা। বিজয়নগরে একটি গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায় ।এতে ঘটনাস্থলেই আবদুস সালাম মারা যান। আরে ইব্রাহিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর রাত পৌনে তিনটার দিকে মারা যান। এ নিয়ে থানায় একটি মামলা হবে বলেও জানান ওসি।

এদিকে রাজপাড়া থানার এসআই কাজল কুমার নন্দী জানান শনিবার সন্ধ্যার পর পারভেজ তার মোটরসাইকেলের স্ত্রী সুবর্ণা খাতুন (১৮) ও ভাগ্নির আয়েশা খাতুন (৭) কে নিয়ে যাচ্ছিলেন। আলীগঞ্জ এলাকায় একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পারভেজ নিহত হন। আহত দুজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান এসআই কাজল কুমার নন্দী।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..