তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে এ মামলা আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৩ জানুয়ারি ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এদিন আসামি আসিফ আদালতে উপস্থিত হন।
পক্ষের আইনজীবী মামলার দায় থেকে তার অব্যাহতি চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেন। সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৩ শে জুন দিন ধার্য করেন আদালত।
২০১৮ সালে ৪ ই জুন সন্ধ্যায় সঙ্গীতশিল্পী ও সুরকার শফিক তুহিন তেজগাঁও থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে আসিফের বিরুদ্ধে মামলা করেন।