অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ জিয়াউর রহমান। তিনি বলেন, মুসলিম এইড প্রতি বছর রমজানে অসহায়দের সহযোগিতা করে থাকে। তার ধারাবাহিকতায় এছরও তাদের কার্যক্রম শুরু করেছে। পুরো রমজান মাসব্যাপী তারা সহযোগিতা করে যাবে।
মুসলিম এইড পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুসলিম এইড ইউ-কে বাংলাদেশ ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর আব্দুর রহিম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর বেগম মেহেরুন্নেছা হক, মুসলিম এইড পলিটেকনিক ইন্সটিটিউট ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম.এ সহিদ, সহ-সভাপতি আবুল বাশারসহ মুসলিম এইড পলিটেকনিক ইন্সটিটিউটের অন্যন্য কর্মকর্তাবৃন্দ।