নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু আজ বলেন, গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলী) আইনটি যাচাই বাছাই ও সংসদে পুনরায় উপস্থাপনের আগে সকল অংশীজনের সাথে আলোচনা করা হবে।
বৃহষ্পতিবার জাতীয় সংসদ ভবনে তার অফিসে বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দের সাথে আলোচনাকালে এ কথা বলেন। তিনি বলেন, আইনটি যাতে বির্তকমুক্ত হয় সেজন্য সাংবাদিক, মালিক, শ্রমিক ও কর্মচারীদের সাথে আনুষ্ঠানিক আলোচনা করে চূড়ান্ত করা হবে।
তিনি আইনটির বিভিন্ন দিক নিয়ে বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দের সাথে আলোচনাকালে বলেন, আইনটি গণমাধ্যমের জন্য খুবই জরুরি।
আলোচনাকালে বিএফইউজে সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, সহ-সভাপতি মধুসূদন মন্ডল, যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদ ও ডিইউজে’র সাধারণ সম্পাদক আকতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।