সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে নবনিযুক্ত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা বিনিময় পাচারকৃত অর্থ ফেরত আনতে সিঙ্গাপুরের সহায়তা চান প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে শপথ নিলেন আরো তিনজন প্রথম স্ত্রীর উপর নির্যাতন! দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার! সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গাছ কেটে ফেলার অভিযোগ আন্তর্জাতিক আদালতে সিলেট সিসিকের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বাদী হয়ে ৬৩ জনের বিরুদ্ধে মামলা হলতা ডৌয়াতলা কলেজের নবনির্বাচিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠান এক নজরে “বাংলাদেশ রেলওয়ে যাদুঘর “ মুরাদনগরে মুজাফ্ফারুল উলূম মাদ্রাসার ১৩৩তম ইসলামী মহা-সম্মেলন মুরাদনগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের গাছ বিক্রির অভিযোগ

শেরেবাংলা অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন বেতাগী প্রেসক্লাব সভাপতি সালাম সিদ্দিকি

সাইদুল ইসলাম মন্টু (বিশেষ প্রতিবেদক)
  • আপলোডের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৬১৩৫ বার পঠিত

সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় শেরেবাংলা এ কে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ড ও সম্মাননা পেয়েছেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালের প্রতিনিধি আব্দুস সালাম সিদ্দিকী।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম তাঁর হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।

ঢাকাস্থ শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ অনুষ্ঠানে সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিজয়নগর হোটেল অরনেট এর মিলনায়তনে ‘ বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ এর পক্ষ থেকে অনুসন্ধানী ও সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২১ সম্মাননাপত্র, ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে দেয়া হয় বেতাগী প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালের প্রতিনিধি আব্দুস সালাম সিদ্দিকীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ১৫ জন সাংবাদিকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচাপতি মো. নিজামুল হক নাসিম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ, মবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, পাঠ ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ মুহাম্মদ রেজাউল ইসলাম, শেখ রাসেল জাতীয় শিশু – কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মজিবুর রহমান।

এ ছাড়াও বক্তব্য রাখেন কবি শাহ আলম চুন্নু। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা ও মহাসচিব মো. আর কে রিপন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..