শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে বিএনপি’র আনন্দ মিছিলে হামলার অভিযোগে মামলা বেতাগীতে ভোক্তা অধিকারের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা পটুয়াখালী হোমিওপ্যাথিক কলেজের ডা. ফিরোজ আহমেদের বিরুদ্ধে অভিনব কৌশলে অধ্যক্ষের চেয়ার দখলের অভিযোগ প্রবাসীর থেকে ১০ লক্ষ টাকা ও দামি গাড়ি নিয়ে কেয়ারটেকার পলাতক, মামলায় ধীরগতি বেতাগীতে চতুর্থ শ্রেনীর ছাত্রীর আত্মহত্যা নির্বাচনের সময় কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা চাই : ড. সাখাওয়াত দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন কালো টাকায় সাবেক যুগ্মসচিব নিশীথ কুমার সরকারের সম্পদের পাহাড়! বিভিন্ন খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগ শৌজালিয়া ইউপি চেয়ারম্যান রিপনের বিরুদ্ধে বামনায় বিভিন্ন পূজা মন্ডপে চলছে দূর্ঘা উৎসব

বেতাগীতে পুলিশি বাধাঁ উপেক্ষা করে বিএনপির পদযাত্রা কর্মসূচি

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৮৩৬ বার পঠিত

কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে পুলিশি বাধায় বরগুনার বেতাগীতে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা পালিত হয়েছে।

পুলিশের দাবি কোথাও এ ধরনের কোন কর্মসূচি পালন ও কোন বাধা দেওয়ার ঘটনা ঘটেনি। তবে গোপনে কেউ ছবি তুলে পদযাত্রা অনুষ্ঠানের নামে তা প্রকাশ করতে পারেন।

উপজেলা ও পৌর বিএনপি সূত্রে জানা গেছে, শনিবার (১১ ফ্রেরুয়ারি) উপজেলার বিবিচিনি, বেতাগী সদর, হোসনাবাদ, বুড়ামজুমদার, কাজিরাবাদ, সড়িষামুড়িতে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

সকাল ১১ টায় বেতাগী সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঝোপখালী ব্রীজ সংলগ্ন বাজারে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জাফরের সভাপতিত্বে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক মো: হুমায়ূন কবির মল্লিক অভিযোগ করেন, বিবিচিনি ও হোসনাবাদে পদযাত্রা অনুষ্ঠানকালে আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মি ও পুলিশের বাধার মুখে পরে। এতে তাঁদের কর্মসূচি পালন ব্যহত হয়।

এর আগে শুক্রবার পদযাত্রা কর্মসূচি বাস্তাবায়নে উপজেলার মোকামিয়া বাজারে বিকেলে ৫ টায় উপজেলা বিএনপি নেতৃবৃন্দের প্রস্তুতি সভা ও চা চক্র কেন্দ্র করে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রভাষক মো: রফিকুল ইসলামের বসত ঘরে হামলা ও ভাংচুরের ঘটনাঘটে।

একই ঘটনায় শনিবার সকাল ১১ টায় সহানুভূতি জানাতে গেলে বাড়ী যাওয়ার পথে মোকামিয়ায় ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো:পলাশ হোসেন (২৫) কে শাসক দলের কর্মিরা পিটিয়ে আহত করে। পলাশ দাবি করেন, ভয়ে তিনি হাসপাতালে ভর্তি হণনি। বাড়ীতে বসে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রভাষক মো: রফিকুল ইসলাম অভিযোগ করেন,পদযাত্রার প্রস্তুতিসভা কেন্দ্র করে সন্ধ্যা সারে ৭ টায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী জালাল আহম্মেদের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মি মিছিলসহ এসে তাঁর বসত ঘরে হামলা চালায়। তাঁরা বসত ঘরে ভাংচুর চালিয়ে আসবাবপত্র তছনছকরে ও আলমীরা থেকে কানের দুল নিয়ে যায়। এসময় তার স্ত্রী আঞ্জুমানারাা বেগম (৩০) ও মেয়ে অরিশা (৬) আতঙ্কিত হয়ে পড়ে ছোটাছুটির চেষ্টা করলে তাদেরকে ঘরের ভেতরে বসিয়ে রাখা হয়।

এ ঘটনায় শুক্রবার রাত সারে ১০ টায় পৌর শহরের ষ্টেশন রোডস্থ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির আহবায়ক মো: হুমায়ূন কবির মল্লিকের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বেতাগী উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো: শাহীন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করীম খান নেছার, মামুন পারভেজ আসাদ, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. এনামুল হক দুলাল হোসেন, যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম মল্লিক ও আক্তারুজ্জামান খান শাহাদাৎ হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় এর নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, কর্মসূচি নস্যাৎ করার জন্যই এ হামলা এবং বসত ঘর ভাংচুর করা হয়েছে। মোকামিয়া ইউনিয়ন বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মো. ফিরোজ আলমসহ একাধিক নেতাও একই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন।মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান গাজী জালাল আহম্মেদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, কোন ভাংচুরের ঘটনা ঘটেনি। কেউ অভিযোগ করলে তা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।তবে বিএনপি নেতার ঘরে বোমা তৈরি করা হচ্ছে এমন খবরে পেয়ে সেখানে দলীয় কর্মিরা গিয়ে ছিলো বলে আমি যতটুকু জানি।

বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, উপজেলার কোথাও বিএনপির এ ধরনের কর্মসূচি পালন ও কোন বাধা দেওয়ার ঘটনা ঘটেনি। তবে গোপনে কেউ ছবি তুলে পদযাত্রা অনুষ্ঠানের নামে তা প্রকাশ করতে পারেন। আর মোকামিয়ায় ভংচুরের কোন তথ্য তাঁর জানা নেই। এপর্যন্ত এ নিয়ে কেউ থানায় কোন অভিযোগও করেনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..