শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিক্ষার্থীদের মেধা বিকাশে মুখস্ত শিক্ষার ওপর নির্ভরতা কমাতে পাঠ্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে : প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে তীব্র দাবদাহে ইসলামী যুব আন্দোলনের হাতপাখা বিতরণ দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান প্রধানমন্ত্রীর হলুদ সাংবাদিকতা প্রতিরোধে সকলকে দায়িত্বশীল হতে হবে : বিচারপতি নিজামুল হক গলাচিপা ও দশমিনায় প্রকাশ্যে নিধন হচ্ছে রেনু পোনা,কথা বলতে নারাজ কর্তৃপক্ষ ডিএসইসির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ বেলা অবেলা : স্বপ্না রহমান ডিএসইসি’র নতুন সভাপতি ডিবিসি’র মুক্তাদির অনিক ডিএসইসি’র সাধারণ সম্পাদক বাংলাদেশের আলো’র জাওহার ইকবাল খান ডিএসইসি’র সাংগঠনিক সম্পাদক দৈনিক উত্তরদক্ষিণে’র শহীদ রানা

জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখা’র উদ্যোগে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রায়হান চৌধুরী (কুমিল্লা প্রতিনিধি):
  • আপলোডের সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৮৩৪ বার পঠিত

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী প্রাচীনতম সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে কোটবাড়ী এলাকার নীলকুঞ্জ রিসোর্টে দিনব্যাপী বনভোজন, আলোচনা সভা, কেক কাটা, বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র’র মধ্যদিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

দিবসটি উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি রবিউল বাশার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আলমগীর গনি।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে বিভিন্ন বিভিন্ন স্থানে প্রতিনিয়তই সংবাদ কর্মীরা হামলার শিকার হচ্ছেন, এ ব্যাপারে প্রশাসনের বিশেষ নজর ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া দরকার। সেই সঙ্গে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে।

এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার জেলার সদস‍্য জয়নাল আবেদীন জয়ের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মাহমুদ মোস্তফা ও কুমিল্লা জেলা কমিটির উপদেষ্টা সদস্য ও কুমিল্লা প্রেস ক্লাবের নিবার্হী সদস্য ওমর ফারুকী তাপস, কুমিল্লা জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাশেম, আব্দুল আউয়াল সরকার, মোঃ রফিকুল ইসলাম, জুয়েল রানা মজুমদার, কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তরুণ, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস মাহমুদ মিঠু, সহ-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের আশিক, সহ-সাংগঠনিক সম্পাদক বাবর হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পাপিয়া সরকার।

বিভিন্ন উপজেলা কমিটির পক্ষে বক্তব্য রাখেন, বুড়িচং উপজেলা কমিটির সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মুরাদনগর কমিটির সভাপতি এম কে আই জাবেদ, সাধারন সম্পাদক ভোরের কাগজ’র প্রতিনিধি রায়হান চৌধুরী, চান্দিনা কমিটির সভাপতি এনটিভির প্রতিনিধি সাংবাদিক কাজী আব্দুর রাজ্জাক রাশেদ, লালমাই কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, দেবিদ্বার কমিটির সভাপতি সাংবাদিক ভিপি ময়নাল হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক ফখরুল ইসলাম সাগর, চৌদ্দগ্রাম কমিটির সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।

বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে নানান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১ ম, ২য় ও ৩ য় স্থান অর্জন কারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সবশেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠন, কুমিল্লার শিল্পী খুশি,জয়ন্তীপাল,ইমন,নাইম,কালাম ও সোহেল।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..