শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে বিএনপি’র আনন্দ মিছিলে হামলার অভিযোগে মামলা বেতাগীতে ভোক্তা অধিকারের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা পটুয়াখালী হোমিওপ্যাথিক কলেজের ডা. ফিরোজ আহমেদের বিরুদ্ধে অভিনব কৌশলে অধ্যক্ষের চেয়ার দখলের অভিযোগ প্রবাসীর থেকে ১০ লক্ষ টাকা ও দামি গাড়ি নিয়ে কেয়ারটেকার পলাতক, মামলায় ধীরগতি বেতাগীতে চতুর্থ শ্রেনীর ছাত্রীর আত্মহত্যা নির্বাচনের সময় কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা চাই : ড. সাখাওয়াত দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন কালো টাকায় সাবেক যুগ্মসচিব নিশীথ কুমার সরকারের সম্পদের পাহাড়! বিভিন্ন খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগ শৌজালিয়া ইউপি চেয়ারম্যান রিপনের বিরুদ্ধে বামনায় বিভিন্ন পূজা মন্ডপে চলছে দূর্ঘা উৎসব

ভোলায় সাকার ফিশ দেখতে উৎসুক গ্রামবাসীর ভিড়

সাব্বির আলম বাবু (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৫৮৫১ বার পঠিত

ভোলায় পুকুরে মাছের পোনা খেয়ে ফেলা দ্রুত বর্ধনশীল ‘ভয়ংকর’ সাকার ফিশ নামের একটি বিরল প্রজাতির মাছ পাওয়া গেছে।

রবিবার জেলার সদর উপজেলা ইলিশা বাঘার হাওলা গ্রামের আব্দুল শহীদের পুকুরে মাছ ধরার সময় জালে এই মাছটি ধরা পড়ে। খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক গ্রামবাসী মাছটিকে এক নজর দেখতে ওই বাড়িতে ভিড় জমায়। দেখা যায় মাছটির শারীরিক গঠন আকর্ষণীয়। কাঁটাযুক্ত শরীরজুড়ে তার নান্দনিক কারুকাজ। নাম সাকার মাউথ ক্যাটফিশ। শোভাবর্ধনের জন্য এই মাছ অ্যাকুরিয়ামে রাখা হয়।

জেলে মো. শহিদ বলেন, প্রতি বছর রমজান উপলক্ষ্যে পুকুরের মাছ ধরি। পুকুরে জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে এই মাছটি উঠে আসে। প্রথমে ভয়ংকর সাপ মনে করেছিলাম। পরে অনেকে বললো সাপ নয়। পুকুর পাড়ে তুলে আনার পর জানা গেল এটি সাকার মাছ।

স্থানীয় যুবক হাবিব, নাফিস, মাহিন, রাকিব বলেন, মাছটির কথা শুনে দেখতে যাই। পরে নেটে সার্চ করে দেখি এটি ভয়ংকর সাকার ফিশ। এই মাছ যে পুকুরে থাকে সে পুকুরে অন্য মাছ হয় না। এরা পুকুরের সব মাছ খেয়ে ফেলে। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বলেন, ভোলার পুকুরে যে মাছটি পাওয়া গেছে এটিকে সাকার মাউথ ক্যাটফিশ বলে অভিহিত করা হয়। জেলা মৎস্য-চাষীদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে পুকুর জলাশয় কিংবা নদীতে এ মাছ পাওয়া যাবে সেটিকে যেন ধ্বংস করা হয়। কারণ সাকার ফিশ বা সাকার মাছ পুকুরের অন্য মাছগুলো খুব দ্রুত খেয়ে ফেলে।

সাকার ফিশ মাছটি নিষিদ্ধ করেছে সরকার। উল্লেখ্য, এ মাছটির নাম হলো ‘সুইপার’ বা ‘সাকার ফিশ’। এদের বসবাস পশ্চিম আটলান্টিক মহাসাগর এবং ইন্দো-প্যাসিফিক মহাসাগরে। এছাড়া এ প্রজাতির মাছের বসবাস দেখা যায় জাপান ও অস্ট্রেলিয়ার আশপাশের এলাকায়। তবে কয়েক বছর ধরে তা ভারত, চীন, মিয়ানমার ও বাংলাদেশের জলাশয়েও দেখা যাচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..