মোরা গরিব মানুষ। মোগো ধারে ইফতার কেনা সম্ভব না। তিন জন অসুস্থ রোগীও আছে ঘরে। খাইয়া না খাইয়া রোজা থাইক্কা আবার পানি দিয়া রোজা খুলি। এহন যা ইফরাত পাইলাম তা দিয়া অনেকদিন ভালোই খাইতে পারমু। মোরা অনেক খুশি, এহন আরামে রোজা খুলতে পারমু। আসলেই মোগো অনেক উপকার হইলো।
কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থার দেয়া ইফতার সামগ্রী উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে এ কথাগুলো বলেছেন রিনা বেগম নামের এক সুবিধা বঞ্চিত নারী। রিনা বেগম ছাড়াও ইফতার সামগ্রী উপহার পেয়েছেন দুই শতাধিক পরিবার।
শুক্রবার (৭ এপ্রিল) সকালে কাজিরাবাদ ইউনিয়নের কুমরাখালী বাজারে আয়োজিত কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে সুবিধা বঞ্চিত, অসহায়, গরিব ও দুস্থ মানুষদের মাঝে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করে ‘কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থা’ নামের স্থানীয় একটি সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা মো. নকিব নিজাম উদ্দিন, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার, প্রভাষক মো. মিজানুর রহমান, প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, দিপ্ত টিভি বরগুনা জেলা প্রতিনিধি শাহ্ আলী, কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সবুজ, অর্থ সম্পাদক মো. আব্দুর রহিম, এনসিটিএফ বেতাগী উপজেলা সভাপতি মো. খাইরুল ইসলাম মুন্না, কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থার সহ সম্পাদক রাজিব গাজী, সেচ্ছাসেবী মো. আরিফ হোসেন প্রমুখ।
সংগঠনটির সভাপতি এজেডএম শিমুল বলেন, আমাদের সংগঠনটি অল্প অল্প করে এগিয়ে যাচ্ছে। ২০২০ সাল থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নে আমরা ৫০ সদস্যর কমিটি কাজ করে যাচ্ছি। মসজিদ, মাদ্রাসা সহ অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করে যাচ্ছি।