কুমিল্লার মুরাদনগরেও বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রাটি আল্লাহু চত্বর ঘুরে উপজেলা পরিষদে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দীন ভূঞা জনী। পরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত হয় পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনৃষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পিবৃন্দ অংশ নেয়। মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল হাই খান, টনকী ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তুহিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আফজালের রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী, সায়মা সাবরিন, জয়নাল আবেদীন, সেলিমগীর হোসেন, ডি.আর সরকারি উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহাম্মদ, কেন্দ্রিয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, জেলা স্কাউটের ট্রেজারার আক্তারুজ্জামান এএলটি, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এম ফয়জুল ইসলাম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো. সাজ্জাদ হোসেন এবং প্রধান শিক্ষক হুমায়ুন কবীর প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, উপজেলা শিক্ষক সমিতির স্কাউট সম্পাদক সারমিন ফাতেমা।