বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও বিএনপি সমার্থক শব্দ : বিএনপি মহাসচিব প্রধান উপদেষ্টার সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের সঙ্গে থেকে বিশ্বাস ও ভালোবাসা অর্জন করুন : তারেক রহমান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে একশ’ কোটি টাকার অনুদান ২শ’ কোটি ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকর পটুয়াখালীর মির্জাগঞ্জের মহাসড়ক যেন মরণ ফাঁদ, দেখার যেন কেউ নেই মুরাদনগরে গোমতীর নদীর পানি কমার সাথে সাথে ভাঙনে দিশেহারা মানুষ মির্জাগঞ্জে ইউপি সদস্যের দাপট পটুয়াখালী লাউকাঠীতে যুবদলের নেতার বসত বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগ

মুরাদনগরে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, আহত ২

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৫৭৬৬ বার পঠিত
মুরাদনগর উপজেলায় এক ব্যবসায়ীকে জখম করে সন্ত্রাসীরা।

মো: রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়নের আন্দিকুট গ্রামে পূর্ব বিরোধের জেরে রাতের আধারে আলঙ্গীর হোসেন মনির নামে এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে জখম করেছে একদল সন্ত্রাসী। এ সময় ওই ব্যবসায়ীসহ অপর একজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন, উপজেলার বাঙ্গরা বাজার থানার হায়দরাবাদ গ্রামের আব্দুল হামিদের ছেলে আলমঙ্গীর হোসেন (৩৫) ও একই গ্রামের মৃত কামির মিয়ার ছেলে বাহার মিয়া (৩০)।

বুধবার রাতে এই ঘটনায় বাঙ্গরা বাজার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাত ৯টার দিকে আন্দিকুট গ্রামের মন্দিরের পাশে এই হামলার ঘটনা ঘটে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাদামতলী বাজারের ব্যবসায়ী ও হায়দরাবাদ গ্রামের আব্দুল হামিদের ছেলে আলমগীর হোসেন তার এক বন্ধুকে নিয়ে মঙ্গলবার রাতে ব্যবসার কাজে আন্দিকুট হয়ে কড়ইবাড়ি যাচ্ছিলো। আন্দিকুট গ্রামের মন্দিরের পাশে যাওয়ার পর সড়কের তাদের যাতায়তে ব্যবহিত অটোরিক্সা থামিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় একদল সন্ত্রাসী। এতে ব্যবসায়ী মনিরকে পিটিয়ে আহত করে এবং সাথে থাকা বন্ধু বাহারকে দা দিয়ে মাথায় আঘাত করে জখম করে সাথে থাকা প্রায় তিন লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মনিরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় আর বন্ধু বাহারকে হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ব্যবসায়ী আলমঙ্গীর হোসেন মনির অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের জেরে আন্দিকুট গ্রামের বাহার মিয়া, মোবারক হোসেন, মালু মিয়া, কালু মিয়া, আবু বাক্কি, ছাদ্দাম, রুবেলের নেতৃত্বে ২০/৩০ জনের একদল সন্ত্রাসী আমাকে হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায় এবং আমার কাছে থাকা ৩ লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে আমি থানায় অভিযোগ করেছি এবং সন্ত্রাসীদের বিচার দাবী জানাচ্ছি।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অমর চন্দ্র দাস বলেন, এই ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..