পটুয়াখালী দশমিনায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমম্বিত কর্মপরিকল্পনা প্রনয়নের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো.শরীফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান ডাঃ সামচ্ছুর নাহার খান ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মো.মোস্তাফিজুর রহমান, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার গোলাম সরোয়ার, উপজেলা প্রাণীসম্পাদ অফিসার ডাঃ মো.আতিকুর রহমান, দশমিনা থানা অফিসার ইনচার্জ মো.মেহেদী হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বেগম জেসমিন আক্তার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, এনজিও কর্মকর্তা সুশীল সমাজের প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিগন।
কর্মশালায় সকলে মিলে কর্মপরিকল্পনা তৈরি ও উপস্থাপনা করেন, কর্মশালায় বক্তাগন মাদকদ্রব্যের অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলার বিষয়ে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন।
মাদকদ্রব্যের অপব্যবহার রোধে পারিবারিক শিক্ষার প্রতি গুরুত্বরোপ করেন এ ছাড়াও উম্মুক্ত আলোচনার মাধ্যমে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।