মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসীর থেকে ১০ লক্ষ টাকা ও দামি গাড়ি নিয়ে কেয়ারটেকার পলাতক, মামলায় ধীরগতি বেতাগীতে চতুর্থ শ্রেনীর ছাত্রীর আত্মহত্যা নির্বাচনের সময় কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা চাই : ড. সাখাওয়াত দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন কালো টাকায় সাবেক যুগ্মসচিব নিশীথ কুমার সরকারের সম্পদের পাহাড়! বিভিন্ন খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগ শৌজালিয়া ইউপি চেয়ারম্যান রিপনের বিরুদ্ধে বামনায় বিভিন্ন পূজা মন্ডপে চলছে দূর্ঘা উৎসব পটুয়াখালীতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভারতে রাসুলুল্লাহকে কটূক্তি ও মুসলমানদের হত্যার হুমকির প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ মুরাদনগরে সালিশি বৈঠকে ছুরিকাঘাতে যুবক খুন, আহত ৩

এডিবি’র কাছ থেকে বাংলাদেশ সহায়তা হিসেবে ৯০ কোটি ডলার পাবে

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৭৬৪ বার পঠিত

আগামী বছরের (২০২৫) মার্চ মাস নাগাদ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে বিভিন্ন খাতে সহায়তা হিসেবে বাংলাদেশ মোট ৯০ কোটি বা ৯০০মিলিয়ন মার্কিন ডলার পাবে।
এরমধ্যে চলতি বছরের ডিসেম্বর মাসে বাজেট সহায়তার অংশ হিসেবে এডিবি’র কাছ থেকে পাওয়া যাবে ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি মার্কিন ডলার।
আজ রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে এডিবি’র একটি প্রতিনিধি দল তাঁর কার্যালয়ে সাক্ষাত করতে আসলে তাৎক্ষণিক এক বৈঠকে প্রতিনিধি দলের নেতা ও এডিবি’র সিনিয়র অ্যাডভাইজার এডিমন গিনটিং সহায়তা হিসেবে এ অর্থ প্রদানের আশ্বাস দেন।
এই বৈঠকে প্রতিনিধি দলের সদস্য বাংলাদেশে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হুয়ে ইউন জুয়াং ও ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন,‘এডিবি বাংলাদেশের অন্যতম অর্থায়ন সহযোগী। আজকের বৈঠকে আমরা ক্লাইমেট ফান্ড এবং অন্যান্য জলবায়ু প্রকল্পগুলো নিয়ে আলোচনা করেছি। এছাড়া ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়েও আলাপ হয়েছে। এডিবি তার চলমান অর্থায়ন প্রকল্পগুলো অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। পাশাপাশি মধ্যম ও দীর্ঘমেয়াদী বিভিন্ন প্রকল্প পরিকল্পনা নিয়েও এ বৈঠকে আলোচনা হয়।’
তিনি জানান, এছাড়া ব্যাংকিং ও অন্যান্য খাতের সংস্কারের জন্য অর্থ সহায়তা নিয়ে এতে আলোচনা হয়েছে। ব্যাংক খাতের সংস্কারের জন্য ১ দশমিক ৫ বিলিয়ন বা ১৫০ কোটি  মার্কিন ডলার সহায়তা চাওয়া হয়েছে। তবে এডিবি এই খাতে আগামী বছরের মার্চের মধ্যে ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে বলে জানিয়েছে। এছাড়া, জ্বালানি খাতের উন্নয়নে আরো এক বিলিয়ন বা ১শ’ কোটি মার্কিন ডলার সহায়তা চাওয়া হয়েছে।
এদিকে, বৈঠকে উপস্থিত অর্থ মন্ত্রণালয়ের উর্দ্ধতন একজন কর্মকর্তা জানান, বাজেট সহায়তা হিসেবে এডিবি’র পক্ষ থেকে বাংলাদেশকে যে ৪০ কোটি মার্কিন ডলার দেওয়ার কথা, তা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পাওয়া যাবে।
অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্ধতন কর্মকর্তারা এ বেঠকে উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..