‘বন্ধুত্বের বন্ধনে মানবিকতা’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠা হওয়া এসএসসি ৯৫ এন্ড এইচএসসি ৯৭ ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) গাজীপুরের কালব রিসোর্ট পূর্বাচলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বাংলাদেশের সকল এসএসসি ৯৫ এন্ড এইচএসসি ৯৭ ফাউন্ডেশনের সদস্যরা।
এদিন সকাল ১০ টায় পবিত্র কুরআন তেলাওয়াত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করেন এবং ফাউন্ডেশনের প্রয়াত সদস্যদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানটির মূল পর্বের শুরুতে সারা বাংলাদেশের ফাউন্ডেশনের বন্ধুরা প্রত্যেকে তাদের মতামত উপস্থাপনা করেন। এরপর এই অনুষ্ঠানে যারা স্পন্সরদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।
ফাউন্ডেশনের সভাপতি আমিনুল ইসলাম সুজন বলেন, এই ফাউন্ডেশনের ভবিষ্যৎ এ সমাজ ও রাষ্ট্রের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে যদি আমরা সকলে পূর্ণ সমর্থন দিয়ে যে যার অবস্থান থেকে একত্রে কাজ করে যায়। এই ব্যাচ ভিত্তিক ফাউন্ডেশনকে একটি সফল ফাউন্ডেশন হিসেবে বাস্তবায়ন করা লক্ষ্যে আমি এসএসসি ৯৫ ও এইচএসসি ৯৭ ব্যাচের সকল বন্ধুদের এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।
তিনি আরো বলেন, আমাদের প্রাণের সংগঠন এই ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কমনা করছি।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বলেন, আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হল একটি আশ্রয়ণ প্রকল্প এবং হাসপাতাল নির্মাণ করা, যাতে আমাদের কোনো বন্ধু বা সদস্য বৃদ্ধাশ্রমে যেতে না হয় এবং বিনা চিকিৎসার কারণে কেউ যেন মারা না যান। আমরা সকল বন্ধুরা মিলে একটি বন্ধু নিবাস তৈরি করতে চাই। যেখানে আমাদের সদস্যরা স্বাচ্ছ্যন্দে বসবাস করতে পারবে এবং প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পাবেন।
অনুষ্ঠানটির উপস্থাপনা করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য পারভেজ বাবু ও ওয়ারী উল আলীম। এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এসএসসি ৯৫ এন্ড এইচএসসি ৯৭ ফাউন্ডেশনের প্রথমবারের মতো বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। পুরো আয়োজনের সঙ্গে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দেশের জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশন। আর ইভেন্ট পার্টনার হিসেবে ছিল ম্যাচবক্স কমিউনিকেশনস।