মাসুদ রানা জালাল জোমাদ্দার , মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
মির্জাগঞ্জ উপজেলার প্রান কেন্দ্রে সুবিদখালীতে এই প্রথম শিশু কিশোরদের জন্য একটি পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব খান মোঃ আবু বকর সিদ্দিকী এই পাঠাগার এর শুভ উদ্বোধন করেন। মরহুম এম আতাহার ইঞ্জিনিয়ার এর স্বপ্ন বাস্তবায়ন করার জন্যই এই উদ্যেগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই পাঠাগার এর প্রতিষ্ঠাতার এর ছেলে ফরহাদ হোসেন।
এই উপজেলার স্টুডেন্ট ওয়েভ নামে একটি সংগঠন এই পাঠাগার পরিচালনা করবেন। প্রধান অতিথি খান মোঃ আবু বকর সিদ্দিকী বলেন শিশু,কিশোরদের মেধা,জ্ঞানকে আলোকিত করতে পাঠাগার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। বর্তমানে শিশুরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে,মোবাইলে গেমস না দেখলে তারা খেতেও চায় না,মোবাইল দেখার ফলে শিশুদের চোখের এবং ব্রেইনের সমস্যা সৃষ্টি হচ্ছে যা পরবর্তী প্রজন্ম হুমকির মুখে পরবে।এই ভয়াবহ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে শিশু কিশোরদের পাঠাগার মুখি হতে হবে।প্রত্যেক অভিভাবকদের কাছে অনুরোধ করেন সবাই যাহাতে তাদের বাচ্চাদের নিয়ে এসে এখানে তাদের মেধা,মননকে বিকাশিত করেন।