৫ম ধাপে গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হলেও ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ২ জন সংরক্ষিত প্রার্থী ও ১ জন ইউপি সদস্য প্রার্থী পৃথক পৃথকভাবে ভূয়া ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের অভিযোগ।
লিখিত অভিযোগে জানাযায়, ৫ম ধাপে গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন গত ৫ই জানুয়ারী সম্পন্ন হয়েছে। উক্ত ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সূর্যমুখী প্রতীক প্রার্থী মোর্শেদা বেগম, তালগাছ প্রতীক প্রার্থী ছবিলা বেগম, পাকা প্রতীক রফিকুল ইসলাম ইউপি সদস্য প্রার্থীগণ তাদের অভিযোগে উল্লেখ করেন, প্রতিদ্বন্দী প্রার্থী ফুটবল প্রতীক ও বক প্রতীক এর প্রার্থীরা বাহির থেকে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই জাল ব্যালট পেপারের মাধ্যমে ভোট প্রয়োগ করেন। উল্লেখিত ব্যালট পেপার গুলি তদারকির দাবিতে গত ৬ই জানুয়ারী উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে পৃথক পৃথক ভাবে অভিযোগ দাখিল করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জানান-এ ধরনের ঘটনা ঘটে থাকলে বিষয়টি তদন্ত করা হবে।