কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী নিজ কর্মক্ষেত্রে প্রসংশনীয় কাজ ও কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) পুরষ্কার পেয়েছেন। গত সোমবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে বাংলাদেশ পুলিশের আইজিপি আবদুল্লাহ আল মামুনের পক্ষে ওই পুরষ্কার প্রদান করেন পুলিশ সুপার আবদুল মান্নান।
পুলিশ সূত্রে জানা যায়, ৮০ কেজি গাঁজা এবং ১৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে সুদীর্ঘ ২৩বছর পর আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হওয়ায় এই পুরস্কারের জন্য তাকে মনোনীত করা হয়। তিনি বাঙ্গরা বাজার থানায় যোগদানের পর থেকে বিভিন্ন নিত্যনতুন পদ্ধতিতে মাদক চোরাচালান কারীদের পরিকল্পনা নস্যাৎ করেছেন। প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে জিরু টলারেন্স অভিযান পরিচালনা করেন।
বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, এ ধরনের প্রাপ্তি নিজের দায়িত্ব ও কর্তব্যের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। আমি সর্বদা বাংলাদেশ পুলিশের দায়িত্ব ও কর্তব্যে অটল থাকার চেষ্টা করি। নিজের দক্ষতা দিয়ে বাঙ্গরাকে অপরাধ মুক্ত রাখতে আমরা পুলিশ বাহিনী সবসময় সজাগ দৃষ্টিতে রয়েছি। যেকোনো প্রয়োজনে দ্রুত পদক্ষেপ গ্রহন করে আমরা নাগরিকদের দোরগোড়ায় প্রমাণ করেছি পুলিশই জনগন, জনগনই পুলিশ। আগামী দিনগুলোতে আমার দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ভালো রাখতে কাজ করে যাবো।
ওসি রিয়াজ উদ্দিন চৌধুরীর আইজিপি পুরস্কার প্রাপ্তির সংবাদে বাঙ্গরাবাসীর মাঝে বইছে আনন্দের জোয়ার। মাদক উদ্ধার ও দীর্ঘদিনের পলাতক আসামীকে গ্রেফতার করাকে সমগ্র বাঙ্গরাবাসীর সাফল্য হিসেবে মনে করছেন অনেকেই। তারই ফলশ্রুতিতে বাঙ্গরায় পূর্বের ন্যায় আদর্শ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার কথাও ব্যক্ত করেন তারা।