মো. আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতির কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগষ্ট) দুপুর ২ টায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশের বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কার্যালয় উদ্ভোধনকালে এক অনারম্ভর পরিবেশে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপদেষ্টাগণের মাঝে উপস্থিত ছিলেন, এডভোকেট এম এ সোবহান, হারুন অর রশিদ ভুঁইয়া, রবিউল ইসলাম টাইফুন। উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শরীফুল ইসলাম, ইউসুফ আলী, তাহের উদ্দিন ভূঁইয়া, আবদুল হাকিম রানা, শেখ নজরুল ইসলাম। সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন সরকার, আবদুল মোমেন, আলী কায়সার খান, জামাল উদ্দিন ভূঁইয়া, ছাইদুর রহমান কাজল, জাকির হোসেন বাচ্চু, শাহজাহান ভূঁইয়া বাচ্চু, আবদুল ওয়াদুদ ফারুক, মতিউর রহমান ভূঁইয়া, মজিবুল হক পলাশ, ইদ্রিছ আলী, সেলিম মিয়া, আনোয়ার হোসেন জুয়েল, মহিত উদ্দিন খান, বুরুজ মিয়া প্রমূখ।
তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন খান বলেন, উক্ত কল্যাণ সমিতি সাংবাদিকদের কল্যাণ ও সুরক্ষায় বিশ্বাস করেন। সতেরো বছরে সাংবাদিক কল্যাণ সমিতির যেমন বিস্তৃতি ঘটেছে, তেমনি সাংবাদিক ও সামাজিক কল্যাণেও নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দোয়া পরিচালনা করেন, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা শামসুজ্জামান।