মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিক্ষার্থীদের মেধা বিকাশে মুখস্ত শিক্ষার ওপর নির্ভরতা কমাতে পাঠ্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে : প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে তীব্র দাবদাহে ইসলামী যুব আন্দোলনের হাতপাখা বিতরণ দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান প্রধানমন্ত্রীর হলুদ সাংবাদিকতা প্রতিরোধে সকলকে দায়িত্বশীল হতে হবে : বিচারপতি নিজামুল হক গলাচিপা ও দশমিনায় প্রকাশ্যে নিধন হচ্ছে রেনু পোনা,কথা বলতে নারাজ কর্তৃপক্ষ ডিএসইসির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ বেলা অবেলা : স্বপ্না রহমান ডিএসইসি’র নতুন সভাপতি ডিবিসি’র মুক্তাদির অনিক ডিএসইসি’র সাধারণ সম্পাদক বাংলাদেশের আলো’র জাওহার ইকবাল খান ডিএসইসি’র সাংগঠনিক সম্পাদক দৈনিক উত্তরদক্ষিণে’র শহীদ রানা

মেয়র হিসেবে টানা ২য় বারের মত শপথগ্রহন করলেন মহিউদ্দিন আহমেদ

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৫৭৭০ বার পঠিত

পটুয়াখালী পৌরসভা নির্বাচনের নির্বাচিত প্রার্থীদের বরিশাল বিভাগীয় কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। টানা ২য় বারের মত মেয়র হিসেবে মহিউদ্দিন আহমেদ তার কাউন্সিলরবৃন্দদের নিয়ে শপথ বাক্য পাঠে অংশগ্রহণ করেন।

১লা এপ্রিল (সোমবার) বেলা ১২টায় বরিশাল বিভাগীয় কার্যালয়েরর সভা কক্ষে পটুয়াখালী পৌরসভার নির্বাচিত প্রার্থীদের জন্য শপথগ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগীয় কমিশনার প্রথমে এককভাবে নির্বাচিত মেয়র মহিউদ্দিন আহমেদকে শপথ বাক্য পাঠ করান। এরপর সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দ সহ সকল কাউন্সিলরদের একত্রে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে পৌর মেয়র ও কাউন্সিলররা বিভাগীয় কমিশনারের সভাপক্ষে আনন্দ অনুভূতি প্রকাশ করেন। এরপর বিভাগীয় কমিশনার সকল বিজয়ীদের ফুল দিয়ে সংবর্ধনা জানান। বিজয়ী মেয়র নগরবাসীর জন্য অঙ্গীকারবদ্ধ প্রত্যাশা পূরণের কাজ নিয়ে মাঠে থাকবেন। মেয়রের সফর সঙ্গী হিসাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ হাফিজুর রহমান, যুবনেতা রেজাউল করিম সোয়েব, জেলা আওয়ামিলীগ এর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, জেলা আওয়ামিলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবুল খায়ের সহ অর্ধ শতাধিক নেতা কর্মী।

বিভাগীয় কমিশনার কার্যালয়ের অনুষ্ঠান শেষে মেয়র মহিউদ্দিন আহমেদ তার কাউন্সিলর বৃন্দসহ নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের উদ্দেশ্যে গোপালগঞ্জের টুংগীপাড়ায় যাত্রা করেন।

উল্লেখ্য গত ৯ই মার্চ ইভিএম ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল পটুয়াখালী পৌরসভা নির্বাচন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় সাড়ে ১১ হাজার ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন আহমেদ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..