বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বেলা অবেলা : স্বপ্না রহমান ডিএসইসি’র নতুন সভাপতি ডিবিসি’র মুক্তাদির অনিক ডিএসইসি’র সাধারণ সম্পাদক বাংলাদেশের আলো’র জাওহার ইকবাল খান ডিএসইসি’র সাংগঠনিক সম্পাদক দৈনিক উত্তরদক্ষিণে’র শহীদ রানা ঢাকা মহানগর ছাত্রলীগের উপ-কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক হলেন প্রিয়ন পটুয়াখালীর মির্জাগঞ্জে গাঁজাসহ ২ যুবক গ্রেফতার কিশোরগঞ্জে শিক্ষার্থীদের উদ্যোগে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যলাইন বিতরণ ডিএসইসি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইজিং বিডির আরিফ আহমেদ কিশোরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলনের র‍্যালি অনুষ্ঠিত কিশোরগঞ্জের হাওরে কৃষকদের মাঝে ইসলামী ছাত্র আন্দোলনের শরবত ও ঠান্ডা পানি বিতরণ

জনগণের সেবক হয়েই আমাদের কাজ করতে হবে: পুলিশ সুপার কামাল হোসেন

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৭৭৪ বার পঠিত

পলাশবাড়ী থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার(এসপি) কামাল হোসেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টায় তিনি পলাশবাড়ী থানার বার্ষিক পরিদর্শন করেন। এ সময় তিনি থানায় কর্মরত অফিসার-ফোর্সদের সঙ্গে মতবিনিময়, তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন এবং আইন-শৃঙ্খলা রক্ষার্থে তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন ৷

তিনি বলেন, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারন মানুষের মাঝে পুলিশি সেবা পৌঁছে দিতে হবে। তাই বিট পুলিশিং কার্যক্রমকে আরো শক্তিশালী করে তুলতে হবে। মনে রাখতে হবে আমরা বাংলাদেশী পুলিশ, জনগনের পুলিশ। তাই জনগনের স্বার্থে আমাদের কাজ করতে হবে। মানুষের আস্থা অর্জনে আমাদের কাজ করতে হবে। নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে শৃংখলা মেনে কাজ করতে হবে।

এর আগে পলাশবাড়ী থানায় পৌঁছলে এসপি কামাল হোসেনকে থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। পরে তিনি সালামী গ্রহণ ও সালামী প্যারেড পরিদর্শন করেন এবং থানার গুরুত্বপূর্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষন, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্র, গুলি সরেজমিনে পরিদর্শন করেন ৷ পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন ৷ দাপ্তরিক কর্মবন্টন সুষম, সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানে প্রচেষ্টা অব্যাহত, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ, পুলিশের লক্ষ্য অর্জনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

এছাড়াও থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবা প্রার্থীদের গুনগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পলাশবাড়ী থানার ৯টি এলাকার বিট অফিসারদের সাথে তাদের বিটের কার্যক্রমকে শক্তিশালী করতে বিশেষ মতবিনিময় সভা করেন। তিনি পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে ৯ টি ইউনিয়নের সাপ্তাহিক চৌকিদারি প্যারেডে উপস্থিত সকল গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় এবং তথ্য আদান প্রদান সহ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

পরে তিনি পলাশবাড়ী থানা চত্তরে গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার, সি- সার্কেল উদয় কুমার সাহা, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) লাইছুর রহমান সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..