২১ শে ফেব্রুয়ারি ২০২৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে মির্জাগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের তোরণ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির মির্জাগঞ্জ উপজেলা শাখা নেতৃবৃন্দ।
একুশে ফেব্রুয়ারি “প্রথম” প্রহরে রাত ১২.০১ মিনিটে মির্জাগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন শহীদদের প্রতি সম্মান প্রদর্শন স্বরূপ এক মিনিটের নীরবতা পালন করেন, সাথে সাথে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতিও এক মিনিটের নীরবতা পালন করেন। পালন শেষে মির্জাগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ভাষা শহীদদের প্রতি ফুলের তোরণ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, তারপরে মির্জাগঞ্জ উপজেলার বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতি ফুলের তোরন দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রিয়াজুল হক,সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ নিজাম উদ্দিন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, মির্জাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মল্লিক, উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান,মোঃ আঃ রাজ্জাক, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃআবু কবির,আইন বিষয়ক সম্পাদক,মোঃ বেলাল হোসেন ৩নংআমড়াগাছিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃহারুন অর রশিদ,সাধারণ সম্পাদক মোঃ আসাদ কামাল, মজিদবাড়িয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃসাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক সুজিত বাবু,দেউলী সুবিদখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস।