রবিবার, ২১ জুলাই ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সড়ক ও জনপথ কর্মকর্তার ব্যাংকে শত কোটি টাকার লেনদেন হরিরামপুরে ৪ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা অর্জনের অভিযোগ ডিপিএইচই’র প্রাক্কলনিক আনোয়ারের বিরুদ্ধে বাংলাদেশের উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিলেন শি জিনপিং বেনজীর-মতিউর-এর কুশপুতুল দাহ করায় হুমকি : উদ্বেগ প্রকাশ কোটা সমস্যার সমাধান করার দাবি জাতীয় শিক্ষাধারার হরিরামপুরে পদ্মা তীর রক্ষা বাঁধে ধস, জনমনে আতংক মুরাদনগর শ্রীকাইলে ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হুরোয়া চ্যাম্পিয়ন তাড়াইলের কথিত পীর লুৎফর রহমানের বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ বর্ষার পানি বৃদ্ধির সঙ্গে বাড়ছে নৌকার চাহিদা

হরিরামপুরে লেছড়াগঞ্জ বালুমহালে বালু উত্তোলন শুরু

দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৫৭৭০ বার পঠিত

দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীর লেছড়াগঞ্জ বালুমহালে বালু উত্তোলন শুরু হয়েছে। শনিবার (১ জুন) দুপুরে ইজারাদার আবিদ হাসান বিপ্লবকে বালুমহালের নির্দিষ্ট এলাকা বুঝিয়ে দেয় উপজেলা প্রশাসন। এরপর দুইটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু করেন তিনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতবছর প্রথমবারের মতো হরিরামপুরে পদ্মানদীতে লেছড়াগঞ্জ বালুমহাল ঘোষণা করে জেলা প্রশাসন। চলতি বছরে সর্বোচ্চ দরদাতা হিসেবে বালুমহালের ইজারা পেয়েছেন এশিয়ান বিল্ডার্স এর স্বত্বাধিকারী আবিদ হাসান বিপ্লব। শনিবার (১ জুন) দুপুরে বালুমহালের নির্দিষ্ট সীমানা তাকে বুঝিয়ে দেন হরিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার আশরাফ।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার আশরাফ বলেন, সর্বোচ্চ দরদাতা হিসেবে লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেয়েছেন আবিদ হাসান বিপ্লব। আজকে তাকে আমরা বালুমহাল বুঝিয়ে দিলাম। তিনি চুক্তিপত্র মেনে আইন অনুযায়ী বালু উত্তোলন করলে আমরা তাকে সহযোগিতা করবো। যদি তিনি আইন ও চুক্তিপত্রের শর্ত ভঙ্গ করেন, তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিবো।

বালুমহালের ইজারাদার আবিদ হাসান বিপ্লব বলেন, আমরা আইন এবং শর্ত মেনে বালুমহাল পরিচালনা করবো। তবে, অবৈধভাবে কেউ যেন ড্রেজিং করতে না পারে সেজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করি।

এ সময় উপস্থিত ছিলেন, হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর খান, ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদ মিয়া, হরিরামপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, ধুলশুড়া ইউপি চেয়ারম্যান জায়েদ খান, রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টন প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..