ফুলবাড়ীতে ফেলানী হত্যার স্মৃতি স্মরণে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর ২০২১) বিকেল তিনটায় উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর অনন্তপুর সীমান্তের হাজীটারী এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নাগেশ্বরী একাদশ বনাম লালমনিরহাট একাদশ অংশগ্রহণ করে। উত্তর অনন্তপুর হাজীটারী যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে নাগেশ্বরী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।
এসময় ২০১১ সালে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর বাবা নুরুল ইসলাম নুরু, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব, রাজীব কুমার রায়,ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, শিমুলবাড়ি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শরিফুল আলম সোহেল, নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন লাকু, কাশিপুর বিওপির কোম্পানি কমান্ডার আশরাফ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম কুমার মোহন্ত প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; ২০১১ সালের ৭ জানুয়ারী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে নিহত হন ১৩ বছর বয়সী বাংলাদেশী কিশোরী ফেলানী। সেই স্মৃতি স্মরণে বিগত ১০ বছর ধরে বিভিন্ন আয়োজন করে থাকে উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর অনন্তপুর হাজীটারী যুব সমাজ। তারই ধারাবাহিকতায় আজ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হলো।