মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন

লেবাননে ফিলিস্তিনি ক্যাম্পে বিস্ফোরণে বিপুল প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৬০৯৫ বার পঠিত

লেবাননে ফিলিস্তিনি ক্যাম্পে বিস্ফোরণ বহু হতাহত হয়েছে ,লেবাননের দক্ষিণাঞ্চলের বন্দর শহর টাইরেতে ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, এ ঘটনায় বহু মানুষ হতাহতের শিকার হয়েছেন।

বিস্ফোরণে আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় শুক্রবার রাতে বুর্জ আল-শেমালি ক্যাম্পে বিস্ফোরণটি ঘটেছে।

অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছে এবং ঠিক কতজন নিহত হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে বেশ কয়েকজন মানুষ বিস্ফোরণে নিহত হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে ক্যাম্পের ভেতরের একটি সূত্রের বলা হয়েছে, বিস্ফোরণে অন্তত ১২ জন আহত হয়েছে। কয়েকজনের প্রাণহানি যে ঘটেছে, সেটা নিশ্চিতভাবে জানিয়েছে সূত্র।

ফিলিস্তিনি বার্তা সংস্থা শেহাব নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, করোনা মোকাবিলায় ব্যবহারের জন্য সংরক্ষিত অক্সিজেন ক্যানিস্টার থেকে এ দুর্ঘটনা ঘটেছে। লেবানিজ সেনাবাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে। কাউকে ক্যাম্প থেকে বের হতে দেওয়া হচ্ছে না।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..