বরগুনার বেতাগীতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, বরগুনা জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. আবুল হোসেন সিকদারকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় প্রয়াত বীর মুক্তিযোদ্ধার পক্ষে তার ছোট ছেলে বরগুনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাহিদ মাহমুদ হোসেন লিটু পুরস্কার ও ক্রেষ্ট গ্রহন করেন।
রবিবার বিকেলে উপজেলার মুক্তিযোদ্বা কমপ্লেক্সে মুক্তিযোদ্বা সংসদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের (৩১৫) মাননীয় সংসদ সদস্য সুলতানা নাদিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জনাব মাকসুদুর রহমান ফোরকান , যুদ্ধকালীন মুক্তিযোদ্বা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা জনাব মোতালেব সিকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বাবুল আক্তার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পান্না, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাহিদ মাহামুদ হোসেন লিটু এবং বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বেতাগী উপজেলার সাত ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। অনুষ্ঠানে সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সুহৃদ সালেহীন আরো উপস্থিত ছিলেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ও বীর মুক্তিযোদ্ধা জনাব ফারুক সিকদার,উপজেলা ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামাল শামিম। সঞ্চালনা করেন বেতাগী উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম পিন্টু। অনুষ্ঠান শেষে উপজেলার প্রয়াত মুক্তিযোদ্ধাসহ ২২৩ জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেন সংসদ সদস্য সুলতানা নাদিরা।