শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ মুরাদনগরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর তৃতীয় ধাপে ১১২টি উপজেলার ভোটগ্রহণ ২৯ মে ঝালকাঠিতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে ১৪ জন নিহত মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর মির্জাগঞ্জে কৃষি জমিতে সেচ দিতে গিয়ে যুবক ফিরলো লাশ হয়ে মির্জাগঞ্জে ইসি সচিব’র সাথে মতবিনিময় সভা পটুয়াখালীতে সাবেক ইউপি সদস্যের স্ত্রীর রহস্যজনক মৃত্যু তাড়াইলে জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভারতকে উড়িয়ে সিরি

ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৬০৫৮ বার পঠিত

কেপটাউন টেস্টের তৃতীয় দিনেই জয়ের আশা জাগিয়ে তোলে দক্ষিণ আফ্রিকা। গতকাল শুক্রবার চতুর্থ দিনে সারে স্রেফ আনুষ্ঠানিকতা। টপ অর্ডারদের দৃঢ়তায় সহজেই ভারতকে উড়িয়ে তিন ম্যাচের সিরিজ জিতে নিল প্রোটিয়ারা।

সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে ভারতকে সাত উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টানা দুই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল ডিন এলগারের দল।

জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে ২১২ রানের লক্ষ্য দেয় ভারত। ওই লক্ষ্যের কাছাকাছি যাওয়ার অর্ধেক কাজ তৃতীয় দিনেই সেরে রাখে স্বাগতিকেরা। ৮ উইকেট হাতে রেখে কাল চতুর্থ দিন স্বাগতিকদের জিততে দরকার ছিল ১১১ রান। সে লক্ষ্যে নেমে শুধু পিটারসেনের উইকেটই হারায় তারা। এরপর টেম্বা বাভুমা ও রাসি ফন ডার ডাসেনের ব্যাটে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

প্রথম ইনিংসে ১৬৬ বলে ৭২ রানের দারুণ ইনিংসের পর এবার ১১৩ বলে ৮২ রান করেন পিটারসেন। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন তিনিই। এ ছাড়া দ্বিতীয় ইনিংসে ৪১ রান করেন রাসি ফন ডার ডাসেন। ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেন টেম্বা বাভুমা।

এর আগে গত বৃহস্পতিবার কেপটাউনে টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ১৯৮ রানে থামে ভারত। সেঞ্চুরি করেই অপরাজিত ছিলেন পন্থ। বাকিরা ব্যাট হাতে সফল হতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন বিরাট কোহলি। ১০ রান করেন লোকেশ রাহুল। বাকিরা কেউ দশের ঘর পার করতে পারেননি। আগের দিনের ১৩ রানের লিডসহ দক্ষিণ আফ্রিকাকে ২১২ রানের লক্ষ্য দিতে পেরেছিল ভারত। সে লক্ষ্য তাড়া করে সহজ জয় পেয়ে যায় প্রোটিয়ারা।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ১ম ইনিংস : ২২৩

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ২১০

ভারত ২য় ইনিংস : (আগের দিন ৫৭/২) ৬৭.৩ ওভারে ১৯৮ (পুজারা ৯, কোহলি ২৯, পান্ত ১০০*, অশ্বিন ৭, শার্দুল ৫, উমেশ ০, শামি ০, বুমরাহ ২; রাবাদা ১৭-৫-৫৩-৩, অলিভিয়ের ১০-১-৩৮-০, ইয়ানসেন ১৯.৩-৬-৩৬-৪, এনগিডি ১৪-৫-২১-৩, মহারাজ ৭-১-৩৩-০)।

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস : (লক্ষ্য ২১২) (আগের দিন ১০১/২) ৬৩.৩ ওভারে ২১৩/৩ (পিটারসেন ৮৩, ফন ডার ডাসেন ৪১*, বাভুমা ৩২*; বুমরাহ ১৭-৫-৫৪-১, শামি ১৫-৩-৪১-১, উমেশ ৯-০-৩৬-০, শার্দুল ১১-৩-২২-১, অশ্বিন ১১.৩-১-৫১-০)।

ফল : দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..