বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযোদ্দা কমপ্লেক্স অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরগুনা -২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র এবিএম গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরিদ সালেহীন , উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, জেলা পরিষদের সদস্য পারুল আক্তার, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পান্নাসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ । আরো উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ,যুবলীগ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনীপেশার সাধারণ মানুষ। পরিশেষে দেশ ও জাতির জন্য দোয়া এবং ইফতারি পরিবেশন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মাকসুদর রহমান ফোরকান।