এর আগের দিন দেশে ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনা শনাক্ত বেড়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৩১ জনের মধ্যে ঢাকা বিভাগের ২৯ জন। এছাড়া ময়মনসিংহ বিভাগের একজন ও চট্টগ্রাম বিভাগের একজন রয়েছেন।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ৬২৩ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭১ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩ হাজার ৭৫১ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।