কবিতাঃ”সেই ছেলেটি”
রচনাঃনাসির মল্লিক (সহকারী পুলিশ সুপার (ASP)-বাংলাদেশ পুলিশ)
মানুষ হয়ে জন্ম নিয়ে
মানুষ রয়ে, মরতে যেন পরি রে,
দয়া কর প্রভু ওহে,
দয়া কর তোমার সৃষ্টিরে।।
আজ দেশে দেশে,
ধর্ম সমাজনীতি নিয়ে,
চলছে যুদ্ধ, চলছে হিংসা-দেমাগ।
কে বড় ধর্মে,কে বড় বর্নে
এ নিয়ে চলছে হানাহানি,
মারামারি, বারাবারি দুনিয়াতে।।
চলছে বোমা, বিমান কামান
জ্বলছে মানুষ, জ্বলছে ঘরদুয়ার।
নেই দয়া,নেই মায়া
মরছে মানুষ ঘরে-পথে,রাস্তা-ঘাটেতে,
একি হল দুনিয়াতে?
কখন যেন পরমানু বোমার আঘাতে,
ধ্বংস হবে দুনিয়াদারী রে।।
মানুষ যেন মানুষ নাই রে,
নেইরে কোন মায়া-দয়া
আহা কি দুনিয়ায় আছি-রে।
ছেলেমেয়ে সবাই আছে
মোবাইলে মত্ত ওরে,
কেউ কারও দিকে তাকায় নারে।
স্বামী আছে মোবাইল নেশাতে
স্ত্রীগনও টিভি ছেড়ে,
মত্ত হল মোবাইল ফোনেতে।
মোবাইল জীবন, মোবাইল মরন, মোবাইলে ডুবে আছে জগতবাসী,
মোবাইল ছাড়া প্রান যে
চলে না রে।।
মনের দুঃখে কাঁদি আমি
কি দুনিয়ায় এসেছিলাম
কি দুনিয়ায় এখন আছিরে।
প্রেমপ্রীতি ভালবাসা
উঠে গেছে দুনিয়া থেকে,
যন্ত্রপ্রেমে ডুব দিয়েছি
যুবা-বুড়ো শিশু-কিশোরে।।
স্বপ্ন দেখি,স্বপ্নে ভাবি
সেই ছেলেটি কবে আসবে,
আলোর গোলা হাতে নিয়ে,
মহা হুঙ্কারে নামবে যুদ্ধে
মানবতার পক্ষে,
সংগী হবে ভাল সবে,
কামান,বিমান, অস্ত্র-গোলা
ধ্বংস হবে পরমাণু-অস্ত্র
আর রনতরীসহ সবি।
মানবজাতি স্বাধীন হবে,
শান্তিবায়ু বইবে জগতময়ে।।
এই ক্যাটাগরীর আরো খবর..