শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সড়ক ও জনপথ কর্মকর্তার ব্যাংকে শত কোটি টাকার লেনদেন হরিরামপুরে ৪ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা অর্জনের অভিযোগ ডিপিএইচই’র প্রাক্কলনিক আনোয়ারের বিরুদ্ধে বাংলাদেশের উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিলেন শি জিনপিং বেনজীর-মতিউর-এর কুশপুতুল দাহ করায় হুমকি : উদ্বেগ প্রকাশ কোটা সমস্যার সমাধান করার দাবি জাতীয় শিক্ষাধারার হরিরামপুরে পদ্মা তীর রক্ষা বাঁধে ধস, জনমনে আতংক মুরাদনগর শ্রীকাইলে ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হুরোয়া চ্যাম্পিয়ন তাড়াইলের কথিত পীর লুৎফর রহমানের বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ বর্ষার পানি বৃদ্ধির সঙ্গে বাড়ছে নৌকার চাহিদা

গাইবান্ধার পলাশবাড়ীতে চেয়ারম্যান পুত্র কর্তৃক সাংবাদিককে হুমকি

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৫৮২৮ বার পঠিত

গাইবান্ধার পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান পুত্র কর্তৃক সাংবাদিকের ক্ষতিসাধন এবং হত্যার হুমকি প্রদানের অভিযোগে পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, উপজেলার হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু কর্তৃক ইউনিয়নের গরিব, অসহায়, দুঃস্থ মানুষের মাঝে ভিজিডি কার্ড বিতরণ করার কথা থাকলেও চেয়ারম্যান নিজের মনগড়া মতো তার নিজস্ব আত্মীয়স্বজন, প্রভাবশালী এবং অর্থবিত্ত ব্যক্তিদের নামে ভিজিডি কার্ডের তালিকা প্রণয়ন করেন।

এ সংক্রান্ত বিষয়ে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক গণমুক্তি পত্রিকার পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি শাহারুল ইসলাম তাহার নিজস্ব ফেসবুক আইডিতে ‘পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুস্থ মাতার কার্ডের তালিকায় স্বাবলম্বীরা’ এ রকম একটি পোষ্ট দেন। উক্ত পোষ্টের বিরুদ্ধে Rahatul Amin নামে ফেসবুক আইডি থেকে কুরুচিপূর্ণ কমেন্টস করে সাংবাদিকের মান-সম্মানের ক্ষতি করাসহ সাংবাদিকতা পেশাকে হেয় প্রতিপন্ন করে। এছাড়াও গত ৮ এপ্রিল সন্ধ্যা অনুমান ৭:৫৫ মিনিটে Rahatul Amin নামের আইডিধারী ব্যক্তি সাংবাদিক শাহারুল ইসলামের ফেসবুক ও মেসেঞ্জারে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। ইহাতে সাংবাদিক শাহারুল ইসলাম বাঁধা নিষেধ করলে সে আরো ক্ষিপ্ত হয়ে প্রাণ নাশসহ বড় ধরনের ক্ষতি সাধনের হুমকি প্রদান করে। পরে খোঁজ খবর নিয়ে জানা যায়, Rahatul Amin হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু চেয়ারম্যানের ছেলে। পরে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপ-আলোচনা করে পলাশবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়, যার ডায়েরী নং- ৩৫৬, তারিখ- ০৯/০৪/২৩ইং।

বিভিন্ন সূত্রে জানা যায়, উক্ত রাহাতুল আমিন একটি দূর্দান্ত প্রকৃতির, বদমেজাজী ও বখাটে ছেলে। তাই পলাশবাড়ী উপজেলায় কর্মরত সকল সাংবাদিক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা পুলিশ সুপার সহ পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..