শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে বিএনপি’র আনন্দ মিছিলে হামলার অভিযোগে মামলা বেতাগীতে ভোক্তা অধিকারের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা পটুয়াখালী হোমিওপ্যাথিক কলেজের ডা. ফিরোজ আহমেদের বিরুদ্ধে অভিনব কৌশলে অধ্যক্ষের চেয়ার দখলের অভিযোগ প্রবাসীর থেকে ১০ লক্ষ টাকা ও দামি গাড়ি নিয়ে কেয়ারটেকার পলাতক, মামলায় ধীরগতি বেতাগীতে চতুর্থ শ্রেনীর ছাত্রীর আত্মহত্যা নির্বাচনের সময় কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা চাই : ড. সাখাওয়াত দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন কালো টাকায় সাবেক যুগ্মসচিব নিশীথ কুমার সরকারের সম্পদের পাহাড়! বিভিন্ন খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগ শৌজালিয়া ইউপি চেয়ারম্যান রিপনের বিরুদ্ধে বামনায় বিভিন্ন পূজা মন্ডপে চলছে দূর্ঘা উৎসব

তাড়াইলে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী পালিত

আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৫৮২৬ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
আজ (শুক্রবার) সরজমিনে লক্ষ্য করা যায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে উপজেলায় পর্যায়ে জাতীয় পার্টি নেতা কর্মী ছাড়াও অংশগ্রহণ করেন এরশাদ ভক্তবৃন্দ,যা জনসমুদ্রে পরিণত পরিণত হয়।

তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ এর সভাপতিত্বে উক্ত দোয়া ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন, দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল হক আজহার, দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দীন ভুঁইয়া আসাদ, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ছাইদুর রহমান মুন্সি, উপজেলা জাতীয় পার্টি নেতা ফরিদুজ্জামান বাদল, উপজেলা যুব সংহতির সভাপতি আশরাফুল আলম রুবেল, উপজেলা ছাত্র সমাজের সভাপতি আলমগীর, উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক রাজু শিকদারসহ উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ।

উক্ত সভায় উপজেলার চেয়ারম্যান বলেন মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ ছিলেন গণ মানুষের নেতা, তিনি বলেছিলেন ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। সেই ৬৮ হাজার গ্রাম বাংলার উন্নয়ন রুপকার হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বাংলাদেশকে রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণা করেন শুক্রবারকেে সরকারি ছুটি ঘোষণা করেন। পরিশেষে মরহুমের বিদেহীর আত্মার মাগফেরাত কামনা করে ও আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..