কিশোরগঞ্জের তাড়াইলে হাঙ্গার প্রজেক্টের অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ১০ টার সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ ভুঁইয়া, রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ, দামিহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া, দিগদাইড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাপ হোসেন ভুঁইয়া, হাঙ্গার প্রজেক্ট উপজেলা শাখার পরিদর্শন কার্যক্রম সমন্বয়কারী রবীন্দ্র সরকার।
এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বিপুল সংখ্যক নারী-পুরুষ এতে অংশ গ্রহণ করে তাদের মতামত পেশ করেন। অনুষ্ঠান শেষে তিনি দামিহা ইউনিয়নের দামিহা গ্রামে চলমান কার্যক্রম পরিদর্শন করেন।