একদম নতুন চ্যালেঞ্জের মুখে পড়লে স্টার জলসার রিয়েলিটি শো সুপার সিঙ্গার এর প্রতিযোগিতা। টিআরপি তালিকায় সেভাবে জাদু দেখাতে ব্যর্থ এই শো , তবুও নির্মাতারা নিত্য নতুন ভাবনা দিয়ে চমকে দিচ্ছে দর্শকদের।
সৌম্য, মানসী, কুমার গৌরব প্রানযে চ্যালেঞ্জের মুখে পড়লেন তা সত্যি বেশ কঠিন। ছদ্মবেশে রাস্তায় ঘুরে ঘুরে গান গাইতে হবে প্রতিযোগীদের। কেউ রাজস্থানি বানজারা লুক, ভারতীয় সেজে বেরিয়ে পড়লেন প্রকাশ্য রাস্তায়।
ইতোমধ্যেই সামনে এসেছে এই রিয়েলিটি শোয়ের আসন্ন এপিসোডের প্রমো যা দেখে চোখ চোখ কপালে দর্শকদের। সবাইকে এমন পরিপাটি করে সাজানো হয়েছে যে সত্যিই চেনা দায়। মধ্যে সংগীত শিল্পী কুমার গৌরব চক্রবর্তী অবাক করে দিলেন।
গৌরবের কথায় চোখের কোণ চিত্র করে উঠে সবার। গৌরব কে জড়িয়ে ধরে জাদু কি ঝাপ্পি দেন সঞ্চালক যীশু সেনগুপ্ত। এই রিয়েলিটি শোতে বিচারকের আসনে রয়েছেন সনুনীগম, কৌশিক চক্রবর্তী , কুমার শানু।