কুমিল্লা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে ঐতিহ্যবাহী অধ্যাপক আবদুল মজিদ কলেজের ২০২২-২৩ শিক্ষা বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের শুভ উদ্বোধন উপলক্ষে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ মাঠে প্রাঙ্গণে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কলেজ এর উচ্চতর গণিতের বিভাগীয় প্রধান মোঃ মোতাহের হোসেন এর সঞ্চালনায় ও বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবীদ পপি লাইব্রেরি স্বত্বাধিকারী অত্র কলেজের প্রতিষ্ঠাতা, সভাপতি, আলহাজ্ব মোঃ অধ্যক্ষ আবদুল মজিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউদ্দিন ভুইয়া জনি।
উপস্থিত ছিলেন কয়েকটি উপজেলার স্কুল ও কলেজের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অত্র কলেজের অভিভাবক গণ, এতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ ফেরদৌস আহমদ চৌধুরী, তিনি শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন ও কলেজ’র সার্বিক বিষয়ে তুলে ধরেন, বক্তব্য রাখেন প্রদার্থ বিজ্ঞানের বিভাগীয় প্রধান, বিশিষ্ট কবি ও লেখক,
ভীম চন্দ্র সানা প্রমূখ।