পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা, বড়বাইশদিয়া ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া নুর আর জামে মসজিদে আজ শুক্রবার সকাল ১০ টায় মাইক ও নামাজের পাটি বিতরন করেন বড়বাইশদিয়া ভিলেজ ডেবেলপমেন্ট সোসাইটি নামে একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
এ সময় উপস্থিত ছিলেন চালিতাবুনিয়া মমতাজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব, আবু জাফর,কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব মিয়া সহ স্থানীয় মুসুল্লি গন ও বড়বাইশদিয়া ইউনিয়ন ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মোঃ সামছুল আরেফিন।
বিভিডিএস সেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি বিগত ১ বছর যাবত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে খাতা কলম সহ আর্থিক সহায়তা প্রদান করে আসছেন।
এ সময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন, মোঃ লাজিম ইমরান, বাইজিদ ও রাকিব সহ আরো অনেকে।